A dialogue between two friends about how to make a good result in the examination. Dialogue how to make a good result for class 7, 8, 9 and 10.
Dialogue how to make a good result for class 6
Raju: Hello, Anita! How do you get good results in exams?
রাজু: হ্যালো, আনিতা! তুমি পরীক্ষায় ভালো ফলাফল কীভাবে পাও?
Anita: Hello, Raju! To get good results, we need to study regularly and pay attention in class.
আনিতা: হ্যালো, রাজু! ভালো ফলাফল পেতে আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয় এবং ক্লাসে মনোযোগ দিতে হয়।
Raju: Do you follow any special routine?
রাজু: তুমি কি কোনো বিশেষ রুটিন অনুসরণ করো?
Anita: Yes, I make a study schedule and complete my homework on time. I also revise lessons every day.
আনিতা: হ্যাঁ, আমি একটি পড়াশোনার সময়সূচি তৈরি করি এবং সময়মতো হোমওয়ার্ক করি। আমি প্রতিদিন পড়া পুনরাবৃত্তি করি।
Raju: That sounds good. What else can help?
রাজু: সেটা ভালো কথা। আর কী সাহায্য করতে পারে?
Anita: We should also avoid distractions like playing too much and using mobile phones while studying.
আনিতা: পড়াশোনার সময় বেশি খেলাধুলা করা বা মোবাইল ফোন ব্যবহার করা এড়ানো উচিত।
Raju: How important is sleep?
রাজু: ঘুম কতটা জরুরি?
Anita: Very important! Good sleep keeps our mind fresh and helps us concentrate better.
আনিতা: খুবই গুরুত্বপূর্ণ! ভালো ঘুম আমাদের মন সতেজ রাখে এবং মনোযোগ বাড়ায়।
Raju: Thanks, Anita! I will follow your advice to get good results.
রাজু: ধন্যবাদ, আনিতা! আমি তোমার পরামর্শ মেনে ভালো ফল করার চেষ্টা করব।
Anita: You’re welcome, Raju. All the best for your exams!
আনিতা: স্বাগতম, রাজু। তোমার পরীক্ষার জন্য শুভকামনা!
Dialogue how to make a good result for class 7
Arif: Hello, Nadiya! You always get good results. What is your secret?
আরিফ: হ্যালো, Nadia! তুমি সবসময় ভালো ফলাফল করো। তোমার গোপন কথা কী?
Nadiya: Hello, Arif! The secret is regular study and proper time management.
নাদিয়া: হ্যালো, আরিফ! গোপন হলো নিয়মিত পড়াশোনা এবং সময় সঠিকভাবে ব্যবহার করা।
Arif: How do you manage your time?
আরিফ: তুমি কীভাবে তোমার সময় পরিচালনা করো?
Nadiya: I make a daily study schedule. I divide my time for each subject and follow it strictly.
নাদিয়া: আমি প্রতিদিনের জন্য একটি পড়াশোনার সূচি তৈরি করি। প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করি এবং কঠোরভাবে অনুসরণ করি।
Arif: What else should we do to get good results?
আরিফ: ভালো ফলাফল করার জন্য আর কী করা উচিত?
Nadiya: Paying attention in class, taking notes, and asking questions if something is unclear is very important.
নাদিয়া: ক্লাসে মনোযোগ দেওয়া, নোট নেওয়া, এবং যদি কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ।
Arif: How about revision?
আরিফ: পুনরাবৃত্তি কেমন হওয়া উচিত?
Nadiya: We must revise lessons regularly before exams. Revision helps us remember better.
নাদিয়া: পরীক্ষার আগে নিয়মিত পড়া পুনরাবৃত্তি করা উচিত। পুনরাবৃত্তি আমাদের মনে রাখতে সাহায্য করে।
Arif: Is there anything else we should avoid?
আরিফ: আর কোনো কিছু এড়ানো উচিত?
Nadiya: Yes, we should avoid distractions like playing too much, watching TV excessively, or using mobile phones while studying.
নাদিয়া: হ্যাঁ, পড়াশোনার সময় বেশি খেলা, অতিরিক্ত টিভি দেখা বা মোবাইল ব্যবহার এড়ানো উচিত।
Arif: Thank you, Nadiya! I will follow your advice to improve my results.
আরিফ: ধন্যবাদ, নাদিয়া! আমি তোমার পরামর্শ মেনে আমার ফলাফল উন্নত করব।
Nadiya: You’re welcome, Arif. Stay focused and work hard. Success will surely come.
নাদিয়া: স্বাগতম, আরিফ। মনোযোগী হও এবং কঠোর পরিশ্রম করো। সফলতা অবশ্যই আসবে।
Dialogue how to make a good result for class 8
Hasan: Hello, Farhana! You always get excellent results. What’s your secret?
হাসান: হ্যালো, ফারহানা! তুমি সবসময় চমৎকার ফলাফল করো। তোমার গোপন কি?
Farhana: Hello, Hasan! The secret is regular study, discipline, and effective time management.
ফারহানা: হ্যালো, হাসান! গোপন হলো নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং সঠিক সময় ব্যবস্থাপনা।
Hasan: Can you tell me how you manage your time?
হাসান: তুমি কীভাবে তোমার সময় পরিচালনা করো?
Farhana: I make a detailed study plan every day. I set specific hours for each subject and follow the plan strictly.
ফারহানা: আমি প্রতিদিন একটি বিস্তারিত পড়াশোনার পরিকল্পনা তৈরি করি। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করি এবং কঠোরভাবে অনুসরণ করি।
Hasan: That’s impressive! What else is important to get good results?
হাসান: সেটা সত্যিই প্রশংসনীয়! ভালো ফলাফলের জন্য আর কী গুরুত্বপূর্ণ?
Farhana: Paying attention in class, taking notes carefully, and asking questions if anything is unclear is essential.
ফারহানা: ক্লাসে মনোযোগ দেওয়া, সাবধানে নোট নেওয়া এবং যদি কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করা অত্যন্ত জরুরি।
Hasan: How important is revision before exams?
হাসান: পরীক্ষার আগে পুনরাবৃত্তি কতটা জরুরি?
Farhana: Revision is very important. It helps us remember lessons better and boosts our confidence.
ফারহানা: পুনরাবৃত্তি খুবই জরুরি। এটা আমাদের পাঠ ভালোভাবে মনে রাখতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
Hasan: Should we avoid anything to improve our results?
হাসান: আমাদের কি কিছু এড়িয়ে চলা উচিত ফলাফল উন্নত করার জন্য?
Farhana: Yes, we should avoid distractions like excessive use of mobile phones, watching TV for long hours, and procrastination.
ফারহানা: হ্যাঁ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, দীর্ঘক্ষণ টিভি দেখা এবং কাজ পেছানো এড়িয়ে চলা উচিত।
Hasan: Thank you so much, Farhana! I will follow your advice to improve my results.
হাসান: অনেক ধন্যবাদ, ফারহানা! আমি তোমার পরামর্শ মেনে আমার ফলাফল উন্নত করার চেষ্টা করব।
Farhana: You’re welcome, Hasan. Stay focused, work hard, and success will be yours.
ফারহানা: স্বাগতম, হাসান। মনোযোগী হও, কঠোর পরিশ্রম করো, সফলতা তোমার হবে।
Dialogue how to make a good result for class 9
Rashed: Hello, Sumi! You always get good results in exams. What is your secret?
রাশেদ: হ্যালো, সুমী! তুমি সবসময় পরীক্ষায় ভালো ফলাফল করো। তোমার গোপন কী?
Sumi: Hello, Rashed! The secret is regular study, discipline, and proper time management.
সুমী: হ্যালো, রাশেদ! গোপন হলো নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা, এবং সময়ের সঠিক ব্যবহার।
Rashed: Can you explain how you manage your time?
রাশেদ: তুমি কীভাবে তোমার সময় পরিচালনা করো?
Sumi: I prepare a daily study schedule. I divide my time for each subject and strictly follow the plan.
সুমী: আমি প্রতিদিন একটি পড়াশোনার সময়সূচি তৈরি করি। প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করি এবং তা কঠোরভাবে অনুসরণ করি।
Rashed: That sounds effective. What other tips do you have for good results?
রাশেদ: এটা খুব কার্যকর মনে হচ্ছে। ভালো ফলাফল করার জন্য অন্য কী পরামর্শ আছে?
Sumi: It is very important to pay full attention in class, take proper notes, and clarify doubts by asking questions.
সুমী: ক্লাসে পূর্ণ মনোযোগ দেওয়া, সঠিক নোট নেওয়া এবং সন্দেহ থাকলে প্রশ্ন করে পরিষ্কার করা খুবই জরুরি।
Rashed: How important is revision before exams?
রাশেদ: পরীক্ষার আগে পুনরাবৃত্তি কতটা গুরুত্বপূর্ণ?
Sumi: Revision is essential. It helps to reinforce what we have learned and builds confidence.
সুমী: পুনরাবৃত্তি অপরিহার্য। এটা শেখা বিষয়গুলো স্মরণে রাখতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
Rashed: Should we avoid anything while preparing for exams?
রাশেদ: পরীক্ষার প্রস্তুতিতে কি কিছু এড়িয়ে চলা উচিত?
Sumi: Yes, distractions like excessive use of mobile phones, watching TV, and procrastination should be avoided.
সুমী: হ্যাঁ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, টিভি দেখা এবং কাজ পেছানো এড়িয়ে চলা উচিত।
Rashed: Thank you, Sumi! I will follow your advice seriously to improve my results.
রাশেদ: ধন্যবাদ, সুমী! আমি তোমার পরামর্শ গুলো সিরিয়াসলি মেনে আমার ফলাফল উন্নত করব।
Sumi: You’re welcome, Rashed. Stay focused and work hard. Success will be yours.
সুমী: স্বাগতম, রাশেদ। মনোযোগী হও এবং কঠোর পরিশ্রম করো। সফলতা নিশ্চিত।
Dialogue how to make a good result for ssc
Rahim: Hello, Amina! You always get good results in exams. What’s your secret?
রহিম: হ্যালো, আমিনা! তুমি সবসময় পরীক্ষায় ভালো ফলাফল করো। তোমার গোপন কী?
Amina: Hello, Rahim! The secret is regular study, proper planning, and hard work.
আমিনা: হ্যালো, রহিম! গোপন হলো নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা, এবং কঠোর পরিশ্রম।
Rahim: How do you plan your study?
রহিম: তুমি কীভাবে তোমার পড়াশোনার পরিকল্পনা করো?
Amina: I make a daily schedule and divide time for each subject. I focus more on difficult subjects.
আমিনা: আমি প্রতিদিনের একটি সময়সূচি তৈরি করি এবং প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করি। কঠিন বিষয়ের উপর বেশি মনোযোগ দিই।
Rahim: What else should we do to get good results?
রহিম: ভালো ফলাফল করার জন্য আর কী করা উচিত?
Amina: We should attend classes regularly, pay full attention, take notes, and ask questions if something is unclear.
আমিনা: নিয়মিত ক্লাসে যাওয়া, মনোযোগ দেওয়া, নোট নেওয়া এবং যদি কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করা উচিত।
Rahim: How important is revision before the exam?
রহিম: পরীক্ষার আগে পুনরাবৃত্তি কতটা গুরুত্বপূর্ণ?
Amina: Revision is very important. It helps to remember the lessons well and boosts confidence.
আমিনা: পুনরাবৃত্তি খুবই জরুরি। এটা পাঠ ভালোভাবে মনে রাখতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
Rahim: Should we avoid anything?
রহিম: কি কি বিষয় এড়ানো উচিত?
Amina: Yes, distractions like mobile phone overuse, watching TV too much, and procrastination should be avoided.
আমিনা: হ্যাঁ, মোবাইল ফোন বেশি ব্যবহার, বেশি টিভি দেখা এবং কাজ পেছানো এড়ানো উচিত।
Rahim: Thanks, Amina! I will follow your advice and work hard.
রহিম: ধন্যবাদ, আমিনা! আমি তোমার পরামর্শ মেনে কঠোর পরিশ্রম করব।
Amina: You’re welcome, Rahim. Stay focused and success will come.
আমিনা: স্বাগতম, রহিম। মনোযোগী হও, সফলতা আসবে।
Dialogue how to make a good result for class 7 and 8
Write a dialogue between Arif and Aman about Aman’s advice to Arif how he can make a good result in the examination.
Ans: A dialogue between Arif and Aman about how to make a good result in the examination:
Aman : Hello, Arif. How’re you?
Arif : Not fine. What about you?
Aman : I’m so so. But what’s your problem?
Arif : I’m afraid of my exam. You see, I couldn’t do well in the last examination. Could you please help me, Aman?
Aman : Of course, Arif. Don’t worry about it.
Arif : You see Aman. I read a lot but forget almost everything after a while.
Aman : Perhaps you cram answers. Don’t do it. Try to understand what you read.
Arif : How can you keep all the answers in memory?
Aman : You know, I make my own notes, try to understand them. I always write them again and again. So, I never forget.
Arif: I’m afraid of English. I do not know how to improve my English.
Aman : Oh, don’t be scared. I will help you in this subject.
Arif : Thank you very much.
Aman : You’re welcome.
Read: A dialogue between two friends about aim in life for class 6, 7, 8, 9 and 10.