dialogue your aim in life

A dialogue between two friends about aim in life

A dialogue between two friends about aim in life for class 6, 7, 8, 9 and 10. Dialogue about your future plan of life for class 6, 7, 8, 9 and 10.

Aim in life dialogue for class 6

Rana: Hello, Sima! What is your aim in life?
রানা: হ্যালো, সিমা! তোমার জীবনের লক্ষ্য কী?

Sima: Hello, Rana! My aim is to become a doctor.
সিমা: হ্যালো, রানা! আমার লক্ষ্য একজন ডাক্তার হওয়া।

Rana: That’s great! Why do you want to be a doctor?
রানা: দারুণ! তুমি কেন ডাক্তার হতে চাও?

Sima: Because doctors help sick people and save lives. I want to serve my country through medicine.
সিমা: কারণ ডাক্তাররা অসুস্থদের সাহায্য করে এবং জীবন বাঁচায়। আমি ওষুধের মাধ্যমে আমার দেশকে সাহায্য করতে চাই।

Rana: I also have an aim. I want to be an engineer.
রানা: আমারও একটা লক্ষ্য আছে। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই।

Sima: That’s nice. What will you do as an engineer?
সিমা: খুব ভালো। তুমি ইঞ্জিনিয়ার হিসেবে কী করবে?

Rana: I want to build bridges and roads to develop my country.
রানা: আমি সেতু ও রাস্তা বানিয়ে আমার দেশকে উন্নত করতে চাই।

Sima: It’s very important to have an aim in life.
সিমা: জীবনে লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ।

Rana: Yes, having an aim helps us work hard and achieve success.
রানা: হ্যাঁ, লক্ষ্য থাকার ফলে আমরা পরিশ্রম করি এবং সফলতা পাই।

Sima: Let’s work hard to fulfill our aims.
সিমা: চল, আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করি।

Aim in life dialogue for class 7

Nabil: Good morning, Rina! What is your aim in life?
নাবিল: শুভ সকাল, রিনা! তোমার জীবনের লক্ষ্য কী?

Rina: Good morning, Nabil! My aim is to become a teacher.
রিনা: শুভ সকাল, নাবিল! আমার লক্ষ্য একজন শিক্ষক হওয়া।

Nabil: That’s a noble aim. Why do you want to be a teacher?
নাবিল: এটা খুব মহৎ লক্ষ্য। তুমি কেন শিক্ষক হতে চাও?

Rina: Because teachers guide and inspire students. I want to help children learn and grow.
রিনা: কারণ শিক্ষকরা ছাত্রদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণা দেয়। আমি শিশুদের শেখাতে ও বড় হতে সাহায্য করতে চাই।

Nabil: That’s wonderful. I want to be a doctor.
নাবিল: সেটা দারুণ। আমি ডাক্তার হতে চাই।

Rina: Why do you want to be a doctor?
রিনা: তুমি কেন ডাক্তার হতে চাও?

Nabil: Doctors save lives and help sick people. I want to serve humanity.
নাবিল: ডাক্তাররা জীবন বাঁচায় এবং অসুস্থদের সাহায্য করে। আমি মানবতার সেবা করতে চাই।

Rina: It’s important to have a clear aim in life because it helps us stay focused and work hard.
রিনা: জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা জরুরি কারণ এটা আমাদের মনোযোগ ধরে রাখতে ও পরিশ্রম করতে সাহায্য করে।

Nabil: Yes, without an aim, life becomes meaningless.
নাবিল: হ্যাঁ, লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন হয়ে যায়।

Rina: Let’s promise to work sincerely to achieve our aims.
রিনা: চল, আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করার প্রতিশ্রুতি করি।

Aim in life dialogue for class 8

Sabbir: Good morning, Nabila! What is your aim in life?
সাব্বির: শুভ সকাল, নাবিলা! তোমার জীবনের লক্ষ্য কী?

Nabila: Good morning, Sabbir! My aim is to become an engineer.
নাবিলা: শুভ সকাল, সাব্বির! আমার লক্ষ্য একজন ইঞ্জিনিয়ার হওয়া।

Sabbir: That’s a great ambition. Why do you want to be an engineer?
সাব্বির: এটা দারুণ এক অভিলাষ। তুমি কেন ইঞ্জিনিয়ার হতে চাও?

Nabila: I want to contribute to the development of my country by building bridges, roads, and buildings.
নাবিলা: আমি আমার দেশকে উন্নত করতে সেতু, রাস্তা এবং ভবন নির্মাণে অবদান রাখতে চাই।

Sabbir: That’s very admirable. I want to be a doctor to help sick people and save lives.
সাব্বির: সেটা খুব প্রশংসনীয়। আমি অসুস্থদের সাহায্য করতে এবং জীবন বাঁচাতে ডাক্তার হতে চাই।

Nabila: Having a clear aim in life is very important because it gives us direction and motivation.
নাবিলা: জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা খুব জরুরি কারণ এটা আমাদের পথনির্দেশনা এবং প্রেরণা দেয়।

Sabbir: Yes, an aim helps us to stay focused and work hard to achieve success.
সাব্বির: হ্যাঁ, লক্ষ্য আমাদের মনোযোগ ধরে রাখতে এবং সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে সাহায্য করে।

Nabila: Without an aim, life becomes meaningless and full of confusion.
নাবিলা: লক্ষ্য না থাকলে জীবন অর্থহীন এবং বিভ্রান্তিময় হয়ে যায়।

Sabbir: Let’s promise to set our aims and work sincerely to fulfill them.
সাব্বির: চল, আমরা আমাদের লক্ষ্য স্থির করি এবং সেগুলো অর্জনের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করার প্রতিশ্রুতি করি।

Aim in life dialogue for class 9

Jahid: Good morning, Tamanna! May I ask you, what is your aim in life?
জাহিদ: শুভ সকাল, তমন্না! আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার জীবনের লক্ষ্য কী?

Tamanna: Good morning, Jahid! My aim is to become a successful doctor.
তমন্না: শুভ সকাল, জাহিদ! আমার লক্ষ্য একজন সফল ডাক্তার হওয়া।

Jahid: That’s a noble ambition. Why have you chosen this aim?
জাহিদ: এটা একটি মহৎ আকাঙ্ক্ষা। তুমি কেন এই লক্ষ্য বেছে নিয়েছ?

Tamanna: I want to serve humanity by curing diseases and saving lives. Being a doctor is a responsible and respected profession.
তমন্না: আমি মানুষকে সেবা করতে চাই রোগ নিরাময় ও জীবন বাঁচিয়ে। ডাক্তার হওয়া একটি দায়িত্বশীল এবং সম্মানজনক পেশা।

Jahid: That’s impressive. What about you, Jahid? What is your aim?
জাহিদ: এটা সত্যিই প্রশংসনীয়। আর তোমার কী, জাহিদ? তোমার লক্ষ্য কী?

Jahid: I want to be an engineer and contribute to the development of our country.
জাহিদ: আমি ইঞ্জিনিয়ার হতে চাই এবং আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।

Tamanna: Having a clear aim in life is crucial because it gives us direction and motivation to work hard.
তমন্না: জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি কারণ এটা আমাদের পথনির্দেশনা এবং পরিশ্রম করার প্রেরণা দেয়।

Jahid: Absolutely. Without an aim, life becomes meaningless and chaotic.
জাহিদ: একদম ঠিক। লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন এবং বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যায়।

Tamanna: Let’s promise to set our aims clearly and work sincerely to achieve them.
তমন্না: চল, আমরা স্পষ্টভাবে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলো অর্জনের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করার প্রতিজ্ঞা করি।

Aim in life dialogue for ssc

Rafiq: Good morning, Shathi! Can I ask you, what is your aim in life?
রফিক: শুভ সকাল, শাথি! আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার জীবনের লক্ষ্য কী?

Shathi: Good morning, Rafiq! My aim is to become a successful doctor.
শাথি: শুভ সকাল, রফিক! আমার লক্ষ্য একজন সফল ডাক্তার হওয়া।

Rafiq: That’s a noble and respectable aim. Why have you chosen this goal?
রফিক: এটা একটা মহৎ এবং সম্মানজনক লক্ষ্য। তুমি কেন এই লক্ষ্য বেছে নিয়েছ?

Shathi: I want to serve humanity by curing patients and saving lives. Being a doctor is a responsible profession that requires dedication.
শাথি: আমি মানুষকে সেবা করতে চাই, রোগী নিরাময় ও জীবন বাঁচাতে। ডাক্তার হওয়া একটি দায়িত্বশীল পেশা যা নিষ্ঠা চায়।

Rafiq: That’s impressive. What about you, Rafiq? What is your aim?
রফিক: দারুণ। আর তোমার কী, রফিক? তোমার লক্ষ্য কী?

Rafiq: I want to be an engineer. I wish to contribute to the development of my country by building roads, bridges, and infrastructure.
রফিক: আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমি রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো তৈরি করে আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।

Shathi: Having a clear aim in life is very important. It helps us stay focused and motivated.
শাথি: জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি। এটা আমাদের মনোযোগ ধরে রাখতে এবং প্রেরণা জোগাতে সাহায্য করে।

Rafiq: Absolutely. Without an aim, life becomes aimless and unproductive.
রফিক: একদম ঠিক। লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন এবং অপ্রচলিত হয়ে পড়ে।

Shathi: Let’s promise to set our aims clearly and work hard to achieve them.
শাথি: চল, আমরা স্পষ্টভাবে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার

Aim in life dialogue for class 6 and 7

Suppose, you are Afrin and you have a friend named Kajol. Your Friend wants to

know about your future plan of life.

Now, write a dialogue between you and your friend about your future plan of life.

Ans: A dialogue between Afrin (myself) and Kajol (my friend) about my future plan of life:

Kajol : Hi, Afrin. Do you have a plan for your future?

Afrin : Yes, of course. Every man has his plan with future. Similarly I also have my own plan.

Kajol : What’s that?

Afrin : I like to be a doctor in future. So, I’ll take science group as my course of study.

Kajol : Have you decided the subjects?

Afrin: Yes, of course. I’ll take Biology as my compulsory subject and Computer Science as my optional subject

Kajol : Why have you decided to be a doctor?

Afrin: Because I believe that a doctor can serve the suffering humanity best.

Kajol : I appreciate your plan.

Afrin : Thanks. Well, what’s your futue plan?

Kajol : Oh, mine is quite different from yours. I want to be a teacher.Afrin : That’s great. I believe it to be the noblest profession.

Kajol : Thank you very much.

Afrin : Thank you, too.

Read: How to Develop skills in English language dialogue for class 6, 7, 8, 9 and 10.