Benefits of early rising dialogue for class 6, 7, 8, 9 and 10. Importance of early rising dialogue for class 8, 9 and 10.
Benefits of early rising dialogue for class 6
Raju: Good morning, Shila! You look very fresh today.
রাজু: শুভ সকাল, শিলা! তুমি আজ খুব সতেজ দেখাচ্ছো।
Shila: Good morning, Raju! I got up early today.
শিলা: শুভ সকাল, রাজু! আমি আজ সকালে উঠে আসলাম।
Raju: Why do you get up early?
রাজু: তুমি কেন সকালে ওঠো?
Shila: Because early rising has many benefits.
শিলা: কারণ সকালে ওঠার অনেক সুবিধা আছে।
Raju: What kind of benefits?
রাজু: কী ধরনের সুবিধা?
Shila: Early rising keeps us healthy and fresh. We can study well in the morning.
শিলা: সকালে ওঠা আমাদের সুস্থ ও সতেজ রাখে। সকালে আমরা ভালো পড়াশোনা করতে পারি।
Raju: That’s good. Anything else?
রাজু: দারুণ। আর কিছু?
Shila: Yes, we get time to do morning exercise and help our parents.
শিলা: হ্যাঁ, আমরা সকালে ব্যায়াম করার সময় পাই এবং বাবা-মাকে সাহায্য করতে পারি।
Raju: I see. I should also try to get up early from tomorrow.
রাজু: বুঝলাম। আমি কাল থেকে সকাল বেলা ওঠার চেষ্টা করব।
Shila: That’s a good idea. Early rising leads to a healthy and successful life.
শিলা: এটা ভালো চিন্তা। সকাল বেলা ওঠা সুস্থ ও সফল জীবনের পথ।
Read more: Preparation for SSC exam dialogue
Benefits of early rising dialogue for class 7
Jahid: Good morning, Anika! You look so fresh and energetic today.
জাহিদ: শুভ সকাল, অনিকা! আজ তুমি খুব সতেজ আর প্রাণবন্ত দেখাচ্ছো।
Anika: Good morning, Jahid! That’s because I got up early today.
অনিকা: শুভ সকাল, জাহিদ! কারণ আজ আমি সকালেই উঠে এসেছি।
Jahid: Why do you think early rising is important?
জাহিদ: তুমি কেন মনে করো সকালে ওঠা গুরুত্বপূর্ণ?
Anika: Early rising has many benefits. It keeps us healthy and active throughout the day.
অনিকা: সকালে ওঠার অনেক উপকার আছে। এটা আমাদের সারাদিন সুস্থ এবং সক্রিয় রাখে।
Jahid: Can you tell me some more benefits?
জাহিদ: তুমি আরও কিছু উপকার বলতে পারো?
Anika: Sure! Early risers get time to do morning exercises and meditation which improve both body and mind.
অনিকা: অবশ্যই! যারা সকালে ওঠে, তাদের ব্যায়াম এবং ধ্যান করার সময় থাকে, যা শরীর এবং মন দুইকেই ভালো রাখে।
Jahid: That sounds good. Does it help with studies too?
জাহিদ: দারুণ! এটা পড়াশোনায়ও সাহায্য করে?
Anika: Yes, the morning hours are peaceful and quiet. It helps us concentrate better and study more effectively.
অনিকা: হ্যাঁ, সকালে সময় শান্ত এবং নিরব থাকে। এটা আমাদের মনোযোগ বাড়ায় এবং পড়াশোনা ভালো করতে সাহায্য করে।
Jahid: I realize the importance now. I should start waking up early from tomorrow.
জাহিদ: এখন বুঝতে পারছি গুরুত্ব। আমাকে কাল থেকে সকাল বেলা উঠা শুরু করতে হবে।
Anika: That’s a wise decision. Early rising leads to a disciplined and successful life.
অনিকা: এটা ভালো সিদ্ধান্ত। সকাল বেলা ওঠা আমাদের জীবনে নিয়মশৃঙ্খলা এবং সফলতা আনে।
Benefits of early rising dialogue for class 8
Rafiq: Good morning, Salma! You look very fresh and active today.
রফিক: শুভ সকাল, সালমা! তুমি আজ খুব সতেজ এবং সক্রিয় দেখাচ্ছো।
Salma: Good morning, Rafiq! That’s because I got up early today and did some morning exercise.
সালমা: শুভ সকাল, রফিক! কারণ আমি আজ সকালে উঠে একটু ব্যায়াম করেছি।
Rafiq: I see. Why do you think early rising is important?
রফিক: বুঝলাম। তুমি কেন মনে করো সকাল বেলা ওঠা গুরুত্বপূর্ণ?
Salma: Early rising has many advantages. It helps to keep our body healthy and mind fresh throughout the day.
সালমা: সকালে ওঠার অনেক সুবিধা আছে। এটি আমাদের শরীর সুস্থ এবং মন সতেজ রাখে সারাদিন।
Rafiq: What else?
রফিক: আর কী কী সুবিধা আছে?
Salma: When we get up early, we have enough time to do morning prayers, exercises, and study without hurry.
সালমা: আমরা যদি সকালে উঠি, তাহলে প্রার্থনা, ব্যায়াম ও পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাই, দ্রুত না করে।
Rafiq: That’s interesting. Does early rising help in studies?
রফিক: এটা কি পড়াশোনায় সাহায্য করে?
Salma: Absolutely! Early morning is the best time to concentrate and learn new things because the mind is fresh and calm.
সালমা: অবশ্যই! সকালে মন সতেজ ও শান্ত থাকে, তাই নতুন কিছু শেখার জন্য এটি আদর্শ সময়।
Rafiq: I understand now. I should try to wake up early from tomorrow.
রফিক: এখন বুঝতে পারছি। আমি কাল থেকে সকাল বেলা ওঠার চেষ্টা করব।
Salma: That’s a great decision. Early rising promotes discipline, good health, and success.
সালমা: এটা ভালো সিদ্ধান্ত। সকালে ওঠা নিয়মশৃঙ্খলা, ভালো স্বাস্থ্য এবং সফলতার জন্য জরুরি।
Benefits of early rising dialogue for class 9
Arif: Good morning, Sumaiya! You look very energetic today.
আরিফ: শুভ সকাল, সুমাইয়া! আজ তুমি অনেক প্রাণবন্ত দেখাচ্ছো।
Sumaiya: Good morning, Arif! That’s because I woke up early and completed my morning routine peacefully.
সুমাইয়া: শুভ সকাল, আরিফ! কারণ আমি সকালেই উঠে আমার কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেছি।
Arif: I’ve heard that early rising is beneficial. Can you tell me why?
আরিফ: শুনেছি সকালে ওঠা অনেক উপকারী। তুমি বলতে পারো কেন?
Sumaiya: Certainly! Early rising helps to maintain good health by allowing us to do morning exercise and eat a healthy breakfast.
সুমাইয়া: অবশ্যই! সকালে ওঠা আমাদের স্বাস্থ্য ভালো রাখে কারণ আমরা ব্যায়াম করতে পারি এবং স্বাস্থ্যসম্মত নাস্তা করতে পারি।
Arif: That sounds logical. Does it affect our studies?
আরিফ: তা তো ঠিকই। এটা কি আমাদের পড়াশোনাতেও প্রভাব ফেলে?
Sumaiya: Yes, the early morning hours are usually quiet and free from distractions, which helps improve concentration and memory.
সুমাইয়া: হ্যাঁ, সকাল বেলা সাধারণত শান্ত থাকে এবং বিঘ্ন থাকে না, যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়।
Arif: Apart from studies and health, are there any other advantages?
আরিফ: পড়াশোনা আর স্বাস্থ্যের বাইরে অন্য কোনো সুবিধা আছে?
Sumaiya: Early risers tend to be more disciplined and manage their time efficiently, which leads to success in life.
সুমাইয়া: যারা সকালে উঠে তারা সাধারণত বেশি শৃঙ্খলাবদ্ধ হয় এবং সময় ভালোভাবে ব্যাবস্থাপনা করতে পারে, যা জীবনে সফলতার কারণ হয়।
Arif: I see. I must develop the habit of rising early from now on.
আরিফ: বুঝলাম। এখন থেকেই আমাকে সকালবেলা উঠার অভ্যাস গড়ে তুলতে হবে।
Sumaiya: That’s a wise decision, Arif. Early rising cultivates a healthy, productive, and successful life.
সুমাইয়া: এটা খুব ভালো সিদ্ধান্ত, আরিফ। সকালে ওঠা সুস্থ, ফলপ্রসূ এবং সফল জীবনের পথ।
Benefits of early rising dialogue for ssc
Rahim: Good morning, Farhana! You look very fresh and energetic today.
রহিম: শুভ সকাল, ফারহানা! আজ তুমি অনেক সতেজ এবং প্রাণবন্ত দেখাচ্ছো।
Farhana: Good morning, Rahim! That’s because I woke up early today and did my morning exercise.
ফারহানা: শুভ সকাল, রহিম! কারণ আমি আজ সকালে উঠে ব্যায়াম করেছি।
Rahim: Why is early rising important, according to you?
রহিম: তোমার মতে সকালে ওঠা কেন গুরুত্বপূর্ণ?
Farhana: Early rising has many benefits. It keeps our body healthy and mind alert.
ফারহানা: সকালে ওঠার অনেক সুবিধা আছে। এটা আমাদের শরীর সুস্থ রাখে এবং মন সতেজ রাখে।
Rahim: How does it help with studies?
রহিম: এটা কীভাবে পড়াশোনায় সাহায্য করে?
Farhana: Early morning is the best time for study because it is calm and quiet. It helps improve concentration and memory.
ফারহানা: সকাল বেলা পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় কারণ তখন শান্তি থাকে। এটা মনোযোগ ও স্মৃতি বাড়ায়।
Rahim: Are there any other advantages?
রহিম: আর কোনো সুবিধা আছে?
Farhana: Yes, early risers develop discipline, manage time properly, and avoid laziness. These qualities lead to success.
ফারহানা: হ্যাঁ, যারা সকালে উঠে তারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখে, সময় ভালোভাবে ব্যাবস্থাপনা করে, এবং অলসতা এড়িয়ে চলে। এসব গুণ জীবনে সফলতা এনে দেয়।
Rahim: I understand now. I will try to get up early starting tomorrow.
রহিম: এখন বুঝতে পারছি। আমি কাল থেকে সকালে ওঠার চেষ্টা করব।
Farhana: That’s a good decision. Early rising is the key to a healthy and successful life.
ফারহানা: এটা ভালো সিদ্ধান্ত। সকালে ওঠা সুস্থ ও সফল জীবনের চাবিকাঠি।
Benefits of early rising dialogue for class hsc
Hasan: Good morning, Ayesha! You look very fresh and energetic today.
হাসান: শুভ সকাল, আয়েশা! আজ তুমি অনেক সতেজ এবং প্রাণবন্ত দেখাচ্ছো।
Ayesha: Good morning, Hasan! That’s because I woke up early and completed my morning routine calmly.
আয়েশা: শুভ সকাল, হাসান! কারণ আমি আজ সকালে উঠে শান্তভাবে আমার কাজগুলো শেষ করেছি।
Hasan: Why do you think early rising is important?
হাসান: তুমি কেন মনে করো সকালে ওঠা গুরুত্বপূর্ণ?
Ayesha: Early rising has numerous benefits. It promotes good health by allowing time for exercise and a nutritious breakfast.
আয়েশা: সকালে ওঠার অনেক সুবিধা আছে। এটি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারণ এতে ব্যায়াম এবং পুষ্টিকর নাস্তার সময় হয়।
Hasan: How does early rising affect our studies?
হাসান: সকালে ওঠা আমাদের পড়াশোনায় কিভাবে প্রভাব ফেলে?
Ayesha: The early morning hours are usually peaceful and free from distractions, which enhances concentration and memory retention.
আয়েশা: সকাল বেলা সাধারণত শান্ত থাকে এবং বিঘ্ন কম থাকে, যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়।
Hasan: Are there other benefits apart from health and studies?
হাসান: স্বাস্থ্য ও পড়াশোনার বাইরে আর কি সুবিধা আছে?
Ayesha: Yes, early risers tend to be more disciplined and efficient in managing their time, leading to success in life.
আয়েশা: হ্যাঁ, যারা সকালে উঠে তারা সাধারণত বেশি শৃঙ্খলাবদ্ধ হয় এবং সময় ভালোভাবে ব্যবহার করতে পারে, যা সফলতার কারণ হয়।
Hasan: I realize the importance now. I will make it a habit to rise early from tomorrow.
হাসান: এখন বুঝতে পারছি গুরুত্ব। আমি কাল থেকে সকালে ওঠার অভ্যাস করব।
Ayesha: That’s an excellent decision, Hasan. Early rising cultivates a healthy, productive, and successful life.
আয়েশা: এটা চমৎকার সিদ্ধান্ত, হাসান। সকালে ওঠা সুস্থ, ফলপ্রসূ ও সফল জীবনের পথ।
Benefits of early rising dialogue
Dialogue between Aminul islam and Jafor Iqbal about the benefits of early rising.
Ans: A dialogue between Aminul islam and Jafor Iqbal about the benefits of early rising:
Aminul islam: Congratulations Jafor Iqbal, for your brilliant result.
Jafor Iqbal : Thank you. I’m a little bit shocked to learn about your result. Why can’t you cut a good figure in the exam?
Aminul islam: I don’t know exactly why. But I didn’t find enough time to complete my lessons everyday.
Jafor Iqbal : What? Don’t you follow any routine?
Aminul islam: I’ve made a routine. But I can’t cope with it. Time is very limited, you know.
Jafor Iqbal : When do you get up in the morning?
Aminul islam: Around 9 o’clock.
Jafor Iqbal : Oh, I see. It’s really not good for your study. I get up early in the morning.
Aminul islam: So what?
Jafor Iqbal : It’s important because I find enough time to learn my lessons properly. Besides, early rising is so good for health.
Aminul islam: Then I must form the habit of rising early.
Jafor Iqbal : Of course.
Aminul islam: Thank you very much. Jafor Iqbal : You’re always welcome.
Read: physical exercise dialogue for class 7, 8, 9 and 10.
Benefits of early rising dialogue for class 8
Jamal gets up late in the morning. So he cannot complete his lessons on time. He cut a bad result in the examination. On the other hand Rasel rises early in the morning and learns his lesson.
He is doing well in the examination. Now write a dialogue between Jamal and Rasel about the benefits of early rising.
[All Board- 2018; CtgB-2009]
Rasel : Hi, Jamal! How’re you?
Jamal : I’m not good!
Rasel : Why? What happened?
Jamal : My results of the pre-test examination are not good.
Rasel : What’s the problem with you? Don’t you learn your lessons everyday?
Jamal: No, I can’t get up in the morning before 10 o’clock.
Rasel : Oh! God, you are sure to fail in the SSC Examination!
Jamal : Please tell me, what I can do.
Rasel: First, you should get up at 6 a.m. early in the morning. Then you should walk for half an hour. It would eliminate all your laziness and make your mind and body ready to learn.
Jamal : But I can’t do it. I tried but failed.
Rasel : You have to have mental strength. All right, I’m coming to your house at 6 o’clock. I will awaken you. If you get up early, you will have plenty of time to study. After 1-2 months you will find that you have almost completed your syllabus.
Jamal: Thanks a lot for your good advice.
Rasel : It’s my pleasure.