Write a dialogue you and your friend about the importance of learning English
Importance of learning English dialogue for class 6
Rina: Hello, Mina! How are you?
রিনা: হ্যালো, মিনা! তুমি কেমন আছো?
Mina: I’m fine. And you?
মিনা: আমি ভালো আছি। আর তুমি?
Rina: I’m fine too. Are you learning English?
রিনা: আমিও ভালো আছি। তুমি কি ইংরেজি শিখছো?
Mina: Yes, I like English very much.
মিনা: হ্যাঁ, আমি ইংরেজি খুব পছন্দ করি।
Rina: Why do you think English is important?
রিনা: তুমি কেন মনে করো ইংরেজি গুরুত্বপূর্ণ?
Mina: Because English is an international language.
মিনা: কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।
Rina: That’s true. We need English in schools and in future jobs.
রিনা: ঠিক বলেছো। আমাদের স্কুলে এবং ভবিষ্যতের চাকরিতে ইংরেজি দরকার।
Mina: Yes. We also watch English cartoons and read English stories.
মিনা: হ্যাঁ। আমরা ইংরেজি কার্টুন দেখি আর ইংরেজি গল্প পড়ি।
Rina: So, learning English is fun and helpful.
রিনা: তাই, ইংরেজি শেখা মজার এবং উপকারী।
Mina: Let’s try to speak in English every day.
মিনা: চলো, আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি।
Rina: Great idea!
রিনা: দারুণ কথা!
Importance of learning English dialogue for class 7
Tareq: Hello, Jamil! How are you?
তারেক: হ্যালো, জামিল! তুমি কেমন আছো?
Jamil: I’m fine. And you?
জামিল: আমি ভালো আছি। আর তুমি?
Tareq: I’m fine too. Are you learning English seriously?
তারেক: আমিও ভালো আছি। তুমি কি গুরুত্ব দিয়ে ইংরেজি শিখছো?
Jamil: Yes, I think English is very important.
জামিল: হ্যাঁ, আমি মনে করি ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ।
Tareq: Why do you think so?
তারেক: তুমি কেন এমনটা ভাবো?
Jamil: Because English is an international language.
জামিল: কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।
Tareq: That’s right. We need English for higher study and good jobs.
তারেক: ঠিক বলেছো। উচ্চশিক্ষা এবং ভালো চাকরির জন্য ইংরেজি দরকার।
Jamil: Also, many websites, books, and videos are in English.
জামিল: আরও আছে—অনেক ওয়েবসাইট, বই আর ভিডিও ইংরেজিতে থাকে।
Tareq: Yes. If we learn English, we can learn many things from the world.
তারেক: হ্যাঁ। আমরা যদি ইংরেজি শিখি, তাহলে সারা বিশ্ব থেকে অনেক কিছু জানতে পারি।
Jamil: So, we should practise English every day.
জামিল: তাই, আমাদের প্রতিদিন ইংরেজি অনুশীলন করা উচিত।
Tareq: I agree. Let’s speak English together.
তারেক: আমি একমত। চলো, আমরা একসাথে ইংরেজি বলার চেষ্টা করি।
Jamil: Sure!
জামিল: অবশ্যই!
Read: Bad effects of smoking dialogue for class 8, 9, 10.
Importance of learning English dialogue for class 8
Jahan: Hello, Shila! How are you?
জাহান: হ্যালো, শীলা! তুমি কেমন আছো?
Shila: I’m fine, Jahan. And you?
শীলা: আমি ভালো আছি, জাহান। আর তুমি?
Jahan: I’m doing well. I was thinking about the importance of learning English.
জাহান: আমি ভালো আছি। আমি ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে ভাবছিলাম।
Shila: Yes, English is very important nowadays.
শীলা: হ্যাঁ, আজকাল ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ।
Jahan: That’s true. English is the language of science, technology, and business.
জাহান: ঠিকই। ইংরেজি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসার ভাষা।
Shila: Without English, it’s hard to get good jobs or study abroad.
শীলা: ইংরেজি না জানলে ভালো চাকরি পাওয়া বা বিদেশে পড়াশোনা করা কঠিন।
Jahan: Also, many books, websites, and videos are in English.
জাহান: তাছাড়া, অনেক বই, ওয়েবসাইট ও ভিডিও ইংরেজিতে থাকে।
Shila: So, learning English opens the door to a lot of knowledge.
শীলা: তাই ইংরেজি শেখা অনেক জ্ঞানের দরজা খুলে দেয়।
Jahan: I agree. We should practice English regularly to improve.
জাহান: আমি একমত। উন্নতির জন্য নিয়মিত ইংরেজি চর্চা করা উচিত।
Shila: Yes! Let’s help each other to learn English well.
শীলা: হ্যাঁ! চল একে অপরকে সাহায্য করি ইংরেজি ভালোভাবে শেখার জন্য।
Jahan: That’s a great idea!
জাহান: দারুণ আইডিয়া!
Dialogue importance of learning english for class 9
Rifat: Hi, Nila! How are you?
রিফাত: হাই,nila! তুমি কেমন আছো?
Nila: I’m fine, Rifat. What about you?
nila: আমি ভালো আছি, রিফাত। তুমি কেমন?
Rifat: I’m fine too. I’ve heard that you joined an English language course.
রিফাত: আমিও ভালো আছি। শুনেছি তুমি ইংরেজি ভাষার একটি কোর্সে ভর্তি হয়েছো।
Nila: Yes, I have. I think learning English is very important nowadays.
nila: হ্যাঁ, হয়েছি। আমি মনে করি আজকাল ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ।
Rifat: You’re right. English is an international language.
রিফাত: তুমি ঠিক বলছো। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।
Nila: Exactly. Without English, we cannot do well in higher education.
nila: একদম ঠিক। ইংরেজি ছাড়া আমরা উচ্চশিক্ষায় ভালো করতে পারি না।
Rifat: And most books on science and technology are written in English.
রিফাত: আর বিজ্ঞানের ও প্রযুক্তির বেশিরভাগ বই-ই ইংরেজিতে লেখা।
Nila: Not only that, English is also important for getting a good job.
nila: শুধু তাই নয়, ভালো চাকরি পাওয়ার জন্যও ইংরেজি গুরুত্বপূর্ণ।
Rifat: Yes, English helps us to communicate with people all over the world.
রিফাত: হ্যাঁ, ইংরেজি আমাদেরকে সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।
Nila: That’s why I’ve started learning English seriously.
nila: তাই আমি ইংরেজি শেখাকে গুরুত্ব সহকারে নিয়েছি।
Rifat: Great! I’ll also try to improve my English skills.
রিফাত: দারুণ! আমিও আমার ইংরেজির দক্ষতা বাড়ানোর চেষ্টা করব।
Nila: That’s a good decision. Best of luck!
nila: এটা ভালো সিদ্ধান্ত। শুভকামনা!
Rifat: Thanks!
রিফাত: ধন্যবাদ!
Dialogue importance of learning english for ssc
Sakib: Hello, Tanvir! How are you?
সাকিব: হ্যালো, তানভীর! তুমি কেমন আছো?
Tanvir: I’m fine, Sakib. What about you?
তানভীর: আমি ভালো আছি, সাকিব। তুমি কেমন?
Sakib: I’m also fine. I was thinking about the importance of learning English.
সাকিব: আমিও ভালো আছি। আমি ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে ভাবছিলাম।
Tanvir: That’s a very important topic. English is a global language.
তানভীর: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।
Sakib: Right. It is the language of communication, business, and technology.
সাকিব: ঠিক বলেছো। এটি যোগাযোগ, ব্যবসা ও প্রযুক্তির ভাষা।
Tanvir: Besides, most of the books on higher education are written in English.
তানভীর: এছাড়াও, উচ্চশিক্ষার বেশিরভাগ বই ইংরেজিতে লেখা।
Sakib: That’s true. Without English, we cannot do well in our academic and professional life.
সাকিব: তা ঠিক। ইংরেজি ছাড়া আমরা একাডেমিক ও পেশাগত জীবনে ভালো করতে পারি না।
Tanvir: Moreover, English is essential for using the internet and modern devices.
তানভীর: তাছাড়া, ইন্টারনেট এবং আধুনিক ডিভাইস ব্যবহারে ইংরেজি অপরিহার্য।
Sakib: You’re absolutely right. That’s why I’m trying to improve my English skills.
সাকিব: তুমি একদম ঠিক বলেছো। তাই আমি আমার ইংরেজি দক্ষতা উন্নত করার চেষ্টা করছি।
Tanvir: That’s a wise decision. We should all try to learn English properly.
তানভীর: এটা একটি ভালো সিদ্ধান্ত। আমাদের সবারই উচিত ইংরেজি ভালোভাবে শেখার চেষ্টা করা।
Sakib: Thank you, Tanvir, for this valuable discussion.
সাকিব: এই মূল্যবান আলোচনার জন্য ধন্যবাদ, তানভীর।
Tanvir: You’re welcome. Best of luck!
তানভীর: স্বাগতম। শুভকামনা রইল!
Dialogue importance of learning english for hsc
Rumi: Hello, Samin! How are you?
রুমি: হ্যালো, সামিন! তুমি কেমন আছো?
Samin: I’m fine, Rumi. And you?
সামিন: আমি ভালো আছি, রুমি। আর তুমি?
Rumi: I’m good too. I was thinking about the importance of learning English nowadays.
রুমি: আমিও ভালো আছি। আমি ভাবছিলাম আজকের দিনে ইংরেজি শেখা কতটা গুরুত্বপূর্ণ।
Samin: That’s really a timely topic. English is now considered a global language.
সামিন: এটা সত্যিই সময়োপযোগী একটা বিষয়। ইংরেজি এখন একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে বিবেচিত।
Rumi: Exactly. It’s the language of higher education, science, and technology.
রুমি: একদম ঠিক। এটি উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা।
Samin: Yes. If we want to study abroad or access international knowledge, we must learn English well.
সামিন: হ্যাঁ। আমরা যদি বিদেশে পড়াশোনা করতে চাই বা আন্তর্জাতিক জ্ঞান অর্জন করতে চাই, তাহলে ইংরেজি ভালভাবে শেখা দরকার।
Rumi: Besides, most multinational companies require fluency in English for jobs.
রুমি: তাছাড়া, অধিকাংশ বহুজাতিক কোম্পানিতে চাকরির জন্য ইংরেজিতে দক্ষতা আবশ্যক।
Samin: Right. Even in our country, English is necessary for many professional sectors like medicine, engineering, and IT.
সামিন: ঠিক বলেছো। আমাদের দেশেও চিকিৎসা, প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তির মতো পেশাগত ক্ষেত্রে ইংরেজি অপরিহার্য।
Rumi: Moreover, English is essential for using the internet, writing emails, and global communication.
রুমি: এছাড়াও, ইন্টারনেট ব্যবহার, ইমেইল লেখা এবং বিশ্বব্যাপী যোগাযোগের জন্য ইংরেজি অপরিহার্য।
Samin: So, we should not take English lightly. It’s a skill we must develop seriously.
সামিন: তাই ইংরেজিকে হালকাভাবে নেয়া উচিত নয়। এটি এমন একটি দক্ষতা যা আমাদের গুরুত্ব সহকারে অর্জন করতে হবে।
Rumi: Absolutely. I’m attending a spoken English course to improve my fluency.
রুমি: একদম ঠিক। আমি ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে একটি কোর্সে ভর্তি হয়েছি।
Samin: That’s great! I should also work on improving my English.
সামিন: দারুন! আমাকেও ইংরেজিতে উন্নতি করার জন্য কাজ শুরু করা উচিত।
Rumi: Let’s help each other in learning English.
রুমি: চল, আমরা একে অপরকে ইংরেজি শেখায় সাহায্য করি।
Samin: Sure! That’ll be very helpful.
সামিন: অবশ্যই! এটা অনেক সাহায্য করবে।
Read: Dialogue important of reading newspaper for class 7, 8, 9 and 10.