bad effects of smoking class 8

Bad effects of smoking dialogue for class 8, 9, 10, ssc and hsc

Bad effects of smoking dialogue for class 8, 9, 10. Write a dialogue between two friends about the bad effects of smoking.

Smoking is really a bad habit. Now, write a dialogue between Mahi and Maruf about the bad effects of smoking.

Bad effects of smoking dialogue for class 8

Rafiq: Hello, Karim! How are you?
রফিক: হ্যালো, করিম! তুমি কেমন আছো?

Karim: I’m fine, Rafiq. What about you?
করিম: আমি ভালো আছি, রফিক। তুমি কেমন?

Rafiq: I’m also fine. But I saw you smoking yesterday.
রফিক: আমিও ভালো আছি। কিন্তু আমি গতকাল তোমাকে ধূমপান করতে দেখেছি।

Karim: Yes, I tried it with my cousins.
করিম: হ্যাঁ, আমি আমার চাচাতো ভাইদের সঙ্গে এটা চেষ্টা করেছিলাম।

Rafiq: That’s not good. Smoking is very harmful to health.
রফিক: এটা ভালো না। ধূমপান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।

Karim: Really? How?
করিম: সত্যি? কিভাবে?

Rafiq: Smoking can cause lung cancer, heart disease, and other serious illnesses.
রফিক: ধূমপানে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য গুরুতর রোগ হতে পারে।

Karim: I didn’t know that.
করিম: আমি এটা জানতাম না।

Rafiq: It also harms the people around you through passive smoking.
রফিক: এটা আশেপাশের মানুষকেও ক্ষতি করে, যাকে বলা হয় প্যাসিভ স্মোকিং।

Karim: Oh! That’s dangerous.
করিম: ওহ! এটা তো বিপজ্জনক।

Rafiq: Yes. And it’s very addictive. Once you start, it’s hard to stop.
রফিক: হ্যাঁ। এবং এটা খুব আসক্তিকর। একবার শুরু করলে থামা কঠিন হয়।

Karim: Thank you, Rafiq. I will never smoke again.
করিম: ধন্যবাদ, রফিক। আমি আর কখনো ধূমপান করব না।

Rafiq: That’s great. Stay healthy!
রফিক: দারুন! সুস্থ থেকো!

Bad effects of smoking dialogue for class 9

A dialogue between Mahi and Maruf about the bad effects of smoking

(Mahi এবং Maruf-এর মধ্যে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সংলাপ)


Mahi: Hello, Maruf. How’re you?
মাহি: হ্যালো, মারুফ। তুমি কেমন আছো?

Maruf: I’m not well. I’ve been suffering from asthma.
মারুফ: আমি ভালো নেই। আমি অ্যাজমায় (শ্বাসকষ্টে) ভুগছি।

Mahi: I’ve heard that you’ve become a chain smoker. Smoking may be one of the major reasons of your illness.
মাহি: আমি শুনেছি তুমি চেইন স্মোকার হয়ে গেছো। ধূমপান হতে পারে তোমার অসুস্থতার একটি প্রধান কারণ।

Maruf: Doctor has also said so.
মারুফ: ডাক্তারও তাই বলেছেন।

Mahi: Why don’t you give up smoking?
মাহি: তুমি ধূমপান ছেড়ে দাও না কেন?

Maruf: I tried to give it up, but I couldn’t.
মারুফ: আমি চেষ্টা করেছি ছেড়ে দিতে, কিন্তু পারিনি।

Mahi: If you’d thought seriously about its bad effects, you wouldn’t have smoked any more.
মাহি: যদি তুমি এর খারাপ দিকগুলো নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে, তবে আর ধূমপান করতে না।

Maruf: How’s it harmful?
মারুফ: এটা কীভাবে ক্ষতিকর?

Mahi: Smoking causes many fatal diseases. It causes cancer, heart attack, chronic bronchitis etc.
মাহি: ধূমপান অনেক মারাত্মক রোগের কারণ হয়। এটা ক্যান্সার, হার্ট অ্যাটাক, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ইত্যাদি ঘটায়।

Maruf: Is there anything good in smoking?
মারুফ: ধূমপানে কি ভালো কোনো দিক আছে?

Mahi: Of course not. Nobody can put any argument in favour of smoking.
মাহি: অবশ্যই না। ধূমপানের পক্ষে কেউ কোনো যুক্তি দিতে পারে না।

Maruf: Well, within a short time I’ll give up smoking.
মারুফ: আচ্ছা, খুব শিগগিরই আমি ধূমপান ছেড়ে দেব।

Mahi: Thank you. The sooner you give it up, the better it’ll be for you.
মাহি: ধন্যবাদ। তুমি যত তাড়াতাড়ি এটা ছেড়ে দেবে, তোমার জন্য ততই ভালো হবে।

Maruf: You are welcome.
মারুফ: স্বাগতম।

Bad effects of smoking dialogue for ssc

Rahim: Hello, Salman! How are you?
রহিম: হ্যালো, সালমান! তুমি কেমন আছো?

Salman: I’m fine. What about you?
সালমান: আমি ভালো আছি। তুমি কেমন?

Rahim: I’m okay too. But I saw you smoking yesterday.
রহিম: আমিও ভালো আছি। তবে গতকাল তোমাকে ধূমপান করতে দেখেছি।

Salman: Yes, I started smoking a few months ago.
সালমান: হ্যাঁ, আমি কয়েক মাস আগে ধূমপান শুরু করেছি।

Rahim: That’s a bad habit. Smoking is extremely harmful to our health.
রহিম: এটা খুব খারাপ অভ্যাস। ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Salman: I know, but I can’t stop it now.
সালমান: আমি জানি, কিন্তু এখন এটা ছাড়তে পারছি না।

Rahim: You should try seriously. Smoking causes deadly diseases like cancer, heart attack, and respiratory problems.
রহিম: তোমার উচিত এটা গুরুত্ব দিয়ে চেষ্টা করা। ধূমপানে ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যার মতো মারাত্মক রোগ হয়।

Salman: That sounds dangerous!
সালমান: এটা তো খুব ভয়ংকর শোনাচ্ছে!

Rahim: Yes, it is. It not only harms you but also affects people around you through passive smoking.
রহিম: হ্যাঁ, তাইই তো। এটা শুধু তোমাকে নয়, বরং তোমার আশেপাশের মানুষকেও ক্ষতি করে প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে।

Salman: I never thought it could be so serious.
সালমান: আমি কখনো ভাবিনি এটা এতটা ভয়ংকর হতে পারে।

Rahim: It’s never too late. If you quit now, your health will improve.
রহিম: দেরি হয়নি এখনো। তুমি যদি এখন ছেড়ে দাও, তাহলে তোমার স্বাস্থ্য ভালো হবে।

Salman: You’re right. I will try my best to give up smoking.
সালমান: তুমি ঠিক বলছো। আমি ধূমপান ছাড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

Rahim: That’s great. Best of luck, my friend!
রহিম: দারুণ! শুভকামনা রইলো, বন্ধু!

Salman: Thank you for your advice and concern.
সালমান: তোমার উপদেশ ও উদ্বেগের জন্য ধন্যবাদ।

Bad effects of smoking dialogue for hsc

Nayeem: Hello, Arif! How are you doing these days?
নাঈম: হ্যালো, আরিফ! কেমন আছো 요즘?

Arif: Not so well. I often feel short of breath and weak.
আরিফ: খুব ভালো না। প্রায়ই শ্বাসকষ্ট হয় আর দুর্বল লাগে।

Nayeem: I heard you have started smoking regularly. Is that true?
নাঈম: শুনেছি তুমি নিয়মিত ধূমপান করো। এটা কি সত্যি?

Arif: Yes, unfortunately. I got into the habit during college life.
আরিফ: হ্যাঁ, দুর্ভাগ্যবশত। কলেজ জীবনে এটা অভ্যাসে পরিণত হয়েছে।

Nayeem: That’s really alarming. Do you know how harmful smoking is to your health?
নাঈম: এটা সত্যিই উদ্বেগজনক। তুমি কি জানো ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

Arif: I’ve heard it’s bad, but I didn’t realize it was this serious.
আরিফ: শুনেছি এটা খারাপ, কিন্তু এতটা ভয়ংকর বুঝিনি।

Nayeem: Smoking contains nicotine, which is highly addictive. It damages your lungs, heart, and brain.
নাঈম: ধূমপানে নিকোটিন থাকে, যা খুব আসক্তিকর। এটা তোমার ফুসফুস, হৃদয় এবং মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে।

Arif: I’ve already started experiencing health problems.
আরিফ: আমি ইতিমধ্যেই স্বাস্থ্য সমস্যা অনুভব করছি।

Nayeem: If you continue, it may lead to fatal diseases like cancer, heart attack, and stroke.
নাঈম: তুমি যদি এটা চালিয়ে যাও, তাহলে এটা ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।

Arif: That sounds frightening. Is it too late to quit?
আরিফ: এটা তো ভয়ানক শোনাচ্ছে। এখন কি দেরি হয়ে গেছে ছাড়ার জন্য?

Nayeem: Not at all. If you stop now, your body can gradually recover.
নাঈম: একদম না। তুমি এখনই যদি বন্ধ করো, তোমার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে।

Arif: You’re right. I should stop before it’s too late.
আরিফ: তুমি ঠিক বলছো। দেরি হওয়ার আগেই আমার বন্ধ করা উচিত।

Nayeem: That’s the spirit! If you need help, I’m always here.
নাঈম: এই তো মনোভাব! যদি তোমার সাহায্য লাগে, আমি সবসময় পাশে আছি।

Arif: Thanks, Nayeem. Your words have truly opened my eyes.
আরিফ: ধন্যবাদ, নাঈম। তোমার কথাগুলো সত্যিই আমার চোখ খুলে দিয়েছে।

Read: Preparation for JSC, SSC and HSC exam dialogue.