Dialogue importance of physical exercise for ssc and hsc.

Dialogue importance of physical exercise for class 6, 7, 8, 9, ssc and hsc

importance of physical exercise dialogue for ssc and hsc. physical exercise dialogue for class 7, 8, 9 and 10.

Physical exercise dialogue for class 6

Rina: Hello, Mina! What are you doing?
রিনা: হ্যালো, মিনা! তুমি কী করছো?

Mina: I’m going for a walk.
মিনা: আমি হাঁটতে যাচ্ছি।

Rina: Do you walk every day?
রিনা: তুমি কি রোজ হাঁটো?

Mina: Yes. Walking is good exercise.
মিনা: হ্যাঁ। হাঁটা একটি ভালো ব্যায়াম।

Rina: Why is physical exercise important?
রিনা: শারীরিক ব্যায়াম কেন জরুরি?

Mina: It keeps our body healthy and strong.
মিনা: এটা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে।

Rina: Does it help us in study too?
রিনা: এটা কি পড়াশোনাতেও সাহায্য করে?

Mina: Yes! A healthy body helps us concentrate better.
মিনা: হ্যাঁ! একটি সুস্থ শরীর ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করে।

Rina: That’s great. I will start doing some exercise too.
রিনা: দারুন! আমি-ও ব্যায়াম করা শুরু করব।

Mina: Very good! Let’s walk together tomorrow.
মিনা: খুব ভালো! চল, কাল একসাথে হাঁটি।

Physical exercise dialogue for class 7

Hasan: Hello, Samin! Where are you going so early in the morning?
হাসান: হ্যালো, সামিন! তুমি এত সকালে কোথায় যাচ্ছো?

Samin: I’m going to the park for some physical exercise.
সামিন: আমি একটু শারীরিক ব্যায়াম করতে পার্কে যাচ্ছি।

Hasan: That’s good! Do you do it every day?
হাসান: খুব ভালো! তুমি কি রোজ এটা করো?

Samin: Yes. I go for a walk and do some free-hand exercises.
সামিন: হ্যাঁ। আমি হাঁটি আর কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করি।

Hasan: Why do you think physical exercise is important?
হাসান: তুমি কেন মনে করো শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ?

Samin: Because it keeps our body fit and mind fresh.
সামিন: কারণ এটা আমাদের শরীরকে ফিট রাখে এবং মনকে সতেজ করে।

Hasan: Does it help with study too?
হাসান: এটা কি পড়াশোনাতেও সাহায্য করে?

Samin: Of course! A healthy body helps us to concentrate better on our lessons.
সামিন: অবশ্যই! সুস্থ শরীর থাকলে আমরা পড়াশোনায় ভালো মনোযোগ দিতে পারি।

Hasan: That’s true. I think I should also start exercising.
হাসান: ঠিক বলেছো। আমি মনে করি আমাকেও ব্যায়াম শুরু করা উচিত।

Samin: Great idea! Let’s go together from tomorrow.
সামিন: দারুণ ভাবনা! চল, কাল থেকে একসাথে যাই।

Physical exercise dialogue for class 8

Nafis: Hello, Rafi! You look very fresh this morning.
নাফিস: হ্যালো, রাফি! আজ তুমি খুব সতেজ দেখাচ্ছো।

Rafi: Thanks! I’ve just returned from my morning exercise.
রাফি: ধন্যবাদ! আমি একটু আগে সকালের ব্যায়াম শেষ করে এলাম।

Nafis: Do you exercise every day?
নাফিস: তুমি কি রোজ ব্যায়াম করো?

Rafi: Yes. I go for a walk and do some light exercise regularly.
রাফি: হ্যাঁ। আমি হাঁটি আর কিছু হালকা ব্যায়াম করি নিয়মিত।

Nafis: That’s great. Why do you think physical exercise is so important?
নাফিস: দারুণ! তুমি কেন মনে করো শারীরিক ব্যায়াম এত গুরুত্বপূর্ণ?

Rafi: Because it keeps our body fit and our mind active. It also helps us stay free from diseases.
রাফি: কারণ এটি আমাদের শরীরকে ফিট রাখে ও মনকে সক্রিয় করে। এটি আমাদের নানা রোগ থেকে দূরে রাখে।

Nafis: Does it help in our studies too?
নাফিস: এটা কি আমাদের পড়াশোনায়ও সাহায্য করে?

Rafi: Of course! A healthy body helps us to concentrate better and learn more effectively.
রাফি: অবশ্যই! একটি সুস্থ শরীর আমাদের মনোযোগ বাড়াতে ও আরও ভালোভাবে শেখায়।

Nafis: You’re right. I don’t do any exercise, but now I think I should start.
নাফিস: তুমি ঠিক বলেছো। আমি কোনো ব্যায়াম করি না, কিন্তু এখন মনে হচ্ছে শুরু করা দরকার।

Rafi: That’s a good decision. Let’s go for a morning walk together from tomorrow.
রাফি: ভালো সিদ্ধান্ত। চল, কাল থেকে একসাথে সকালে হাঁটতে যাই।

Physical exercise dialogue for class 9

Sajib: Hi, Arman! How are you?
সাজিব: হাই, আরমান! তুমি কেমন আছো?

Arman: I’m fine. I just came back from the field after doing some physical exercise.
আরমান: আমি ভালো আছি। আমি এখনই মাঠ থেকে কিছু ব্যায়াম করে ফিরলাম।

Sajib: That’s good! Do you exercise every day?
সাজিব: দারুণ! তুমি কি প্রতিদিন ব্যায়াম করো?

Arman: Yes, I try to do it regularly. Physical exercise is very important for our health.
আরমান: হ্যাঁ, আমি নিয়মিত করার চেষ্টা করি। শারীরিক ব্যায়াম আমাদের স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Sajib: Why do you think it is so important?
সাজিব: তুমি কেন মনে করো এটা এত গুরুত্বপূর্ণ?

Arman: Because it keeps our body fit, builds strength, and refreshes our mind. It also helps in blood circulation.
আরমান: কারণ এটি আমাদের শরীরকে সুস্থ রাখে, শক্তি বাড়ায় এবং মনকে সতেজ করে। এটি রক্ত সঞ্চালনেও সাহায্য করে।

Sajib: That’s true. Does it help us in our studies too?
সাজিব: ঠিক বলেছো। এটা কি আমাদের পড়াশোনাতেও সাহায্য করে?

Arman: Of course. A sound body helps to maintain a sound mind. It increases concentration and reduces stress.
আরমান: অবশ্যই। একটি সুস্থ শরীর একটি সুস্থ মনের সহায়ক। এটি মনোযোগ বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

Sajib: I see. But I don’t do any physical exercise.
সাজিব: বুঝলাম। কিন্তু আমি তো কোনো শারীরিক ব্যায়াম করি না।

Arman: You should start it from today. Even 30 minutes of walking can make a big difference.
আরমান: তোমার আজ থেকেই শুরু করা উচিত। প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটাই অনেক উপকারে আসতে পারে।

Sajib: You’re right. I’ll start walking from tomorrow morning.
সাজিব: তুমি ঠিক বলেছো। আমি কাল সকাল থেকেই হাঁটতে শুরু করব।

Arman: That’s great! Let’s walk together.
আরমান: দারুণ! চল, একসাথে হাঁটি।

Physical exercise dialogue for ssc

Rahim: Hello, Karim! You look very healthy and energetic today.
রহিম: হ্যালো, করিম! আজ তুমি অনেক স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত দেখাচ্ছো।

Karim: Thanks, Rahim! I have started doing regular physical exercise lately.
করিম: ধন্যবাদ, রহিম! আমি সম্প্রতি নিয়মিত শারীরিক ব্যায়াম শুরু করেছি।

Rahim: That’s great. Why do you think exercise is so important?
রহিম: দারুণ কথা। তুমি কেন মনে করো ব্যায়াম এত গুরুত্বপূর্ণ?

Karim: Physical exercise keeps our body fit and strong. It also helps to prevent many diseases.
করিম: শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে ফিট এবং সবল রাখে। এটি অনেক রোগ প্রতিরোধেও সাহায্য করে।

Rahim: Does it have any effect on our mental health?
রহিম: এটা কি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলে?

Karim: Yes, it refreshes the mind and reduces stress. It improves concentration and memory too.
করিম: হ্যাঁ, এটা মনকে সতেজ করে এবং মানসিক চাপ কমায়। এটি মনোযোগ এবং স্মৃতিশক্তিও বাড়ায়।

Rahim: How much exercise should we do daily?
রহিম: প্রতিদিন কতটা ব্যায়াম করা উচিত?

Karim: At least 30 to 45 minutes of moderate exercise like walking, jogging, or cycling is enough.
করিম: কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম যেমন হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানো যথেষ্ট।

Rahim: I see. I should start exercising regularly too.
রহিম: বুঝলাম। আমাকেও নিয়মিত ব্যায়াম শুরু করা উচিত।

Karim: Absolutely! Let’s start tomorrow morning together.
করিম: অবশ্যই! চল কাল থেকে একসাথে শুরু করি।

Physical exercise dialogue for hsc

Amin: Good morning, Sara! You seem very energetic today.
আমিন: সুপ্রভাত, সারা! আজ তুমি অনেক প্রাণবন্ত দেখাচ্ছো।

Sara: Good morning, Amin! That’s because I started doing regular physical exercise.
সারা: সুপ্রভাত, আমিন! কারণ আমি নিয়মিত শারীরিক ব্যায়াম শুরু করেছি।

Amin: That’s impressive! How important do you think physical exercise is?
আমিন: দারুণ! তুমি শারীরিক ব্যায়ামকে কতটা গুরুত্বপূর্ণ মনে করো?

Sara: I think physical exercise is essential for maintaining both physical and mental health.
সারা: আমি মনে করি শারীরিক ব্যায়াম শরীর ও মন উভয়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

Amin: Could you explain the benefits of exercise?
আমিন: তুমি ব্যায়ামের সুবিধাগুলো ব্যাখ্যা করতে পারো?

Sara: Sure! It keeps the body fit and strong, improves blood circulation, and boosts the immune system.
সারা: অবশ্যই! এটা শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Amin: What about mental benefits?
আমিন: মানসিক উপকারিতা কি?

Sara: Regular exercise reduces stress, anxiety, and depression. It also enhances concentration and memory.
সারা: নিয়মিত ব্যায়াম মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কমায়। এটি মনোযোগ এবং স্মৃতিশক্তিও উন্নত করে।

Amin: How much exercise do you recommend daily?
আমিন: দৈনিক কতটা ব্যায়াম করার পরামর্শ দেবে?

Sara: At least 45 minutes of moderate exercise such as walking, jogging, or yoga is ideal.
সারা: কমপক্ষে ৪৫ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম যেমন হাঁটা, দৌড়ানো বা যোগ ব্যায়াম আদর্শ।

Amin: I realize now that I should start exercising regularly for a healthier life.
আমিন: এখন বুঝতে পারছি, আমাকে স্বাস্থ্যসম্মত জীবনের জন্য নিয়মিত ব্যায়াম শুরু করতে হবে।

Sara: Absolutely! Let’s encourage each other and maintain a healthy lifestyle.
সারা: একদম! চল আমাদের একে অপরকে উৎসাহিত করি এবং স্বাস্থ্যকর জীবন যাপন করি।

Physical exercise dialogue for class 6 and 7

Question:- Write a dialogue between you and your friend (Abir) about the importance of regular physical exercise,

Ans: A dialogue between Himel(myself) and Abir (my friend) about the importance of taking regular physical exercise:

Himel: Hello, Abir. How’re you?

Abir: I’m fine. You?

Himel: I’m also fine. Today I like to have a discussion with you on the importance of taking regular physical exercise.

Abir: Oh, it’s very much important, I believe.

Himel: But will you tell me how it’s important?

Abir: Sure. Physical exercise makes our body strong, healthy and fit-for work.

Himel: Well, do you think it has any importance regarding our mental health?

Abir: Of course. You know, a sound mind lies in a sound body. So, no doubt, physical exercise has a great influence on our mental health.

Himel: Thank you for your nice description.

Abir: You’re always welcome.

Read: Dialogue reading newspaper for class 7, 8, 9 and 10.