Important of reading newspaper dialogue for class

Important of reading newspaper dialogue

Important of reading newspaper dialogue for ssc and hsc. Dialogue reading newspaper for class 6, 7, 8, 9, ssc and hsc.

Important of reading newspaper dialogue for class 6

Tania: Hello, Rupa! How are you?
তানিয়া: হ্যালো, রূপা! তুমি কেমন আছো?

Rupa: I’m fine. What about you?
রূপা: আমি ভালো আছি। আর তুমি?

Tania: I’m fine too. What are you doing?
তানিয়া: আমিও ভালো আছি। তুমি কী করছো?

Rupa: I’m reading a newspaper.
রূপা: আমি একটি সংবাদপত্র পড়ছি।

Tania: Do you read it every day?
তানিয়া: তুমি কি এটা রোজ পড়ো?

Rupa: Yes, I do. It helps me learn many things.
রূপা: হ্যাঁ, পড়ি। এটা আমাকে অনেক কিছু জানতে সাহায্য করে।

Tania: Like what?
তানিয়া: কী ধরনের জিনিস?

Rupa: News about the country, sports, and new discoveries.
রূপা: দেশের খবর, খেলাধুলা, আর নতুন আবিষ্কারের খবর।

Tania: That’s interesting.
তানিয়া: এটা তো মজার!

Rupa: Yes. It also improves our reading and knowledge.
রূপা: হ্যাঁ। এটা আমাদের পড়ার অভ্যাস আর জ্ঞান বাড়ায়।

Tania: I will also start reading newspapers.
তানিয়া: আমিও সংবাদপত্র পড়া শুরু করব।

Rupa: That’s great!
রূপা: দারুন!

Important of reading newspaper dialogue for class 7

Hasan: Hello, Rafi! What are you doing?
হাসান: হ্যালো, রফি! তুমি কী করছো?

Rafi: I’m reading a newspaper.
রফি: আমি একটি সংবাদপত্র পড়ছি।

Hasan: Do you read the newspaper every day?
হাসান: তুমি কি রোজ সংবাদপত্র পড়ো?

Rafi: Yes, I do. It’s a good habit.
রফি: হ্যাঁ, পড়ি। এটা একটি ভালো অভ্যাস।

Hasan: Why do you think reading newspaper is important?
হাসান: তুমি কেন মনে করো সংবাদপত্র পড়া গুরুত্বপূর্ণ?

Rafi: Because it gives us news about the country and the world.
রফি: কারণ এটি আমাদের দেশ এবং বিশ্বের খবর জানায়।

Hasan: That’s true. We also learn about science, sports, and education.
হাসান: ঠিক বলেছো। আমরা বিজ্ঞানের, খেলাধুলার ও শিক্ষার খবরও জানতে পারি।

Rafi: Yes. It also helps us to improve our English and general knowledge.
রফি: হ্যাঁ। এটা আমাদের ইংরেজি ও সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করে।

Hasan: I see. I will start reading newspapers from today.
হাসান: বুঝলাম। আমি আজ থেকে সংবাদপত্র পড়া শুরু করব।

Rafi: Very good! It will help you a lot.
রফি: খুব ভালো! এটা তোমার অনেক উপকারে আসবে।

Important of reading newspaper dialogue for class 8

Raihan: Hello, Tanvir! How are you?
রায়হান: হ্যালো, তানভীর! তুমি কেমন আছো?

Tanvir: I’m fine. What about you?
তানভীর: আমি ভালো আছি। আর তুমি?

Raihan: I’m fine too. What are you doing?
রায়হান: আমিও ভালো আছি। তুমি কী করছো?

Tanvir: I’m reading the newspaper.
তানভীর: আমি সংবাদপত্র পড়ছি।

Raihan: Do you read the newspaper every day?
রায়হান: তুমি কি রোজ সংবাদপত্র পড়ো?

Tanvir: Yes. I think reading newspapers is a good habit.
তানভীর: হ্যাঁ। আমি মনে করি সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস।

Raihan: Why do you think it is important?
রায়হান: তুমি কেন মনে করো এটা গুরুত্বপূর্ণ?

Tanvir: Because it gives us news about the country and the world.
তানভীর: কারণ এটা আমাদের দেশ ও বিশ্বের খবর জানায়।

Raihan: That’s true. It also helps us improve our general knowledge.
রায়হান: ঠিক বলেছো। এটা আমাদের সাধারণ জ্ঞানও বাড়ায়।

Tanvir: Yes. We also learn about science, sports, and current affairs.
তানভীর: হ্যাঁ। আমরা বিজ্ঞান, খেলাধুলা আর চলতি বিষয় নিয়েও জানতে পারি।

Raihan: Does it help in learning English too?
রায়হান: এটা কি ইংরেজি শিখতেও সাহায্য করে?

Tanvir: Of course! Reading English newspapers can improve our vocabulary and reading skills.
তানভীর: অবশ্যই! ইংরেজি সংবাদপত্র পড়লে আমাদের শব্দভাণ্ডার ও পড়ার দক্ষতা বাড়ে।

Raihan: That’s great! I’ll start reading newspapers from today.
রায়হান: দারুন! আমি আজ থেকেই সংবাদপত্র পড়া শুরু করব।

Tanvir: Very good. It will help you a lot.
তানভীর: খুব ভালো। এটা তোমার অনেক উপকারে আসবে।

Important of reading newspaper dialogue for class 9

Sadia: Hello, Rashed! What are you doing?
সাদিয়া: হ্যালো, রাশেদ! তুমি কী করছো?

Rashed: Hi, Sadia! I’m reading the newspaper.
রাশেদ: হাই, সাদিয়া! আমি সংবাদপত্র পড়ছি।

Sadia: Do you read the newspaper every day?
সাদিয়া: তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়ো?

Rashed: Yes, I do. It’s a good habit and very helpful.
রাশেদ: হ্যাঁ, পড়ি। এটা একটি ভালো অভ্যাস এবং অনেক উপকারী।

Sadia: Why do you think reading newspapers is important?
সাদিয়া: তুমি কেন মনে করো সংবাদপত্র পড়া গুরুত্বপূর্ণ?

Rashed: Because it keeps us informed about the country and the world.
রাশেদ: কারণ এটি আমাদের দেশ ও বিশ্বের খবর সম্পর্কে জানায়।

Sadia: That’s true. It also helps to improve general knowledge.
সাদিয়া: ঠিক বলেছো। এটা সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করে।

Rashed: Yes. Besides, we can learn about politics, economy, sports, science, and more.
রাশেদ: হ্যাঁ। এছাড়াও আমরা রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞানসহ আরও অনেক কিছু জানতে পারি।

Sadia: Does it help in learning English as well?
সাদিয়া: এটা কি ইংরেজি শেখাতেও সাহায্য করে?

Rashed: Of course! Reading English newspapers improves vocabulary and reading skills.
রাশেদ: অবশ্যই! ইংরেজি সংবাদপত্র পড়লে শব্দভাণ্ডার ও পড়ার দক্ষতা বাড়ে।

Sadia: That’s interesting! I’ll start reading the newspaper regularly from now on.
সাদিয়া: দারুন! আমি এখন থেকে নিয়মিত সংবাদপত্র পড়া শুরু করব।

Rashed: Very good. It will benefit you in many ways.
রাশেদ: খুব ভালো। এটা তোমার অনেকভাবে উপকারে আসবে।

Important of reading newspaper dialogue for ssc

Imran: Hello, Nayeem! How are you?
ইমরান: হ্যালো, নাঈম! তুমি কেমন আছো?

Nayeem: I’m fine. What about you?
নাঈম: আমি ভালো আছি। আর তুমি?

Imran: I’m doing well. What are you doing now?
ইমরান: আমি ভালো আছি। এখন তুমি কী করছো?

Nayeem: I’m reading the newspaper.
নাঈম: আমি সংবাদপত্র পড়ছি।

Imran: Do you read it every day?
ইমরান: তুমি কি রোজ সংবাদপত্র পড়ো?

Nayeem: Yes, I do. I think it’s a very good habit.
নাঈম: হ্যাঁ, পড়ি। আমি মনে করি এটা একটি খুব ভালো অভ্যাস।

Imran: Why do you think reading newspapers is so important?
ইমরান: তুমি কেন মনে করো সংবাদপত্র পড়া এত গুরুত্বপূর্ণ?

Nayeem: Because it gives us up-to-date information about the country and the world.
নাঈম: কারণ এটি আমাদের দেশ এবং বিশ্বের হালনাগাদ তথ্য জানায়।

Imran: That’s true. It also increases our general knowledge.
ইমরান: ঠিক বলেছো। এটা আমাদের সাধারণ জ্ঞানও বাড়ায়।

Nayeem: Exactly. It helps us know about current affairs, science, sports, and education.
নাঈম: একদম তাই। এটা আমাদের চলতি ঘটনা, বিজ্ঞান, খেলাধুলা ও শিক্ষার খবর জানতে সাহায্য করে।

Imran: Does it help in learning English too?
ইমরান: এটা কি ইংরেজি শেখাতেও সাহায্য করে?

Nayeem: Of course. Reading English newspapers improves vocabulary and reading skills.
নাঈম: অবশ্যই। ইংরেজি সংবাদপত্র পড়লে শব্দভাণ্ডার ও পড়ার দক্ষতা বাড়ে।

Imran: Very good point. I’ll start reading newspapers regularly from now on.
ইমরান: খুব ভালো বলেছো। আমি এখন থেকে নিয়মিত সংবাদপত্র পড়া শুরু করব।

Nayeem: Great! It will help you a lot in study and future life.
নাঈম: দারুণ! এটা পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে।

Important of reading newspaper dialogue for hsc

Tanvir: Hello, Arif! How are you doing?
তানভীর: হ্যালো, আরিফ! কেমন আছো?

Arif: I’m good, Tanvir. Just reading the newspaper.
আরিফ: ভালো আছি, তানভীর। শুধু একটু সংবাদপত্র পড়ছিলাম।

Tanvir: That’s great! Do you read newspapers regularly?
তানভীর: দারুণ! তুমি কি নিয়মিত সংবাদপত্র পড়ো?

Arif: Yes, I do. I believe reading newspapers is essential for students like us.
আরিফ: হ্যাঁ, পড়ি। আমি মনে করি আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সংবাদপত্র পড়া অত্যন্ত জরুরি।

Tanvir: Why do you think so?
তানভীর: তুমি কেন এমনটা মনে করো?

Arif: Because newspapers keep us informed about current affairs, both national and international.
আরিফ: কারণ সংবাদপত্র আমাদের জাতীয় ও আন্তর্জাতিক চলতি ঘটনা সম্পর্কে অবহিত রাখে।

Tanvir: That’s true. It also helps us in various competitive exams.
তানভীর: ঠিক বলেছো। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাহায্য করে।

Arif: Exactly. Besides, it improves our vocabulary, writing skills, and general knowledge.
আরিফ: একদম তাই। তাছাড়া, এটা আমাদের শব্দভাণ্ডার, লেখার দক্ষতা ও সাধারণ জ্ঞান বাড়ায়।

Tanvir: Do you prefer reading print newspapers or online ones?
তানভীর: তুমি কি প্রিন্ট সংস্করণ পড়ো, না অনলাইনে?

Arif: I read both, but I prefer online as it is more updated and accessible.
আরিফ: আমি দুটোই পড়ি, তবে অনলাইন পছন্দ করি কারণ এটা আরও হালনাগাদ এবং সহজলভ্য।

Tanvir: Good point. I think I should also start reading newspapers regularly.
তানভীর: ভালো বলেছো। আমারও নিয়মিত সংবাদপত্র পড়া শুরু করা উচিত।

Arif: Definitely. It will broaden your outlook and help you become an informed citizen.
আরিফ: অবশ্যই। এটা তোমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে এবং একজন সচেতন নাগরিক হতে সাহায্য করবে।

Important of reading newspaper dialogue for class 7 and 8

Question: Suppose, you are Hasan. Your friend is Mily who reads newspaper regularly. Now, write a dialogue between you and your friend about the Important of reading newspaper,

Ans: A dialogue between Hasan (myself) and Mily about the Important of reading newspaper.

Hasan: Hello Mily, do you read any newspaper regularly?

Mily: Yes. It’s “The Independent.

Hasan: – It’s nice. Do you think reading the newspaper regularly is important?

Mily: Certainly. Infect, it’s a storehouse of general knowledge.

Hasan: What role does a newspaper play in presenting the day to day world?

Mily: I can learn about the current affairs of the world through the newspaper.

Hasan: Then it certainly presents the news and views on world trade and commerce, films, games and sports etc.

Mily: Yes, you are right. These all are available in a newspaper.

Hasan: Now, what’s your suggestion for others regarding this?

Mily: I just want to say that everyone should read at least one newspaper daily.

Hasan: Thank you very much.

Mily: It’s Ok. Thank you.

Read: Importance of learning English dialogue for class 6, 7, 8, 9 and 10.

Important of reading newspaper dialogue for class 9 and 10.

Newspaper plays an important role in our modern life. It is the storehouse of knowledge. Newspaper increases our general knowledge Now, write a dialogue between you and your friend Mamun about the importance of reading newspaper. (CB, RB-2016]

Myself : Hi, Mamun? How’re you?

Mamun : Fine, thanks. What’re you doing?

Myself I’m reading a newspaper. Will you take a page?

Mamun No, thanks. I don’t read newspaper

Myself : What! It’s really surprising!

Mamun Why? What’s the importance of reading newspaper?

Myself : Well. Newspaper is a collection of current affairs of the world. Without reading it, you’re like a frog in a dark well. Do you know what the burning issues of our country are now? Or what’s going on in our neighboring countries?

Mamun: Really not.

Myself : But I know, because I read newspapers regularly. Newspapers can provide you with the news of the home and abroad. It is very important for students as it is the best way to enrich our general knowledge. By this, it is called the database.

Mamun: You’re right.

Myself : Newspaper can make you introduce to the culture and customs of different countries of the world. You can know some such important information which are applicable in your practical life.

Mamun: You’ve opened my eyes. Now, I can feel the necessity of reading newspapers. Really, I’m separated from the current world. But I promise, I’ll build up the habit of reading newspaper from today.

Myself : Thank you very much.

Mamun: You’re most welcome.

Read: Benefits of early rising dialogue for class 6, 7, 8, 9 and 10.